মালদা

ফের এটিএম জালিয়াতির অভিযোগ, জাল ডেবিড কার্ড দিয়ে হাতিয়ে নিল ৬৭০০০ টাকা

ফের এটিএম জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা প্রকাশ্যে এল মালদা জেলায়। জাল ডেবিড কার্ড দিয়ে কয়েক দিনে হাতিয়ে নেওয়া হল ৬৭০০০ টাকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি বার বার জানিয়েও কোন সুরাহা না হওয়ায় পুলিশের  দারস্থ হলেন ঐ ব্যক্তি। পুরো ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার পুলিশ প্রশাসনিক মহলে। 

পুলিশ সুত্রে জানা যায় প্রতারিত ঐ ব্যক্তির নাম সুনীল কুমার মন্ডল। বাড়ী ইংরেজ বাজার থানার জোতপৃথী এলাকায়। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গার্ডের কাজ করেণ। তার একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কের (ইউ বি আই) জি বি ইউ শাখায় সেবিংস্ অ্যাকাউন্ট রয়েছে। যার নং ৬০৭০৭৭ ১৬২২০ ১১৩৭৫ । যদিও এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যপারে সরাসরি কোন মন্তব্য না করলেও জানা গিয়েছে ইতিমধ্যেই ঐ এটিএম গুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সুনীল বাবু জানান, তার কষ্টার্জিত ৬৭৩১৩ টাকা উবিআই ব্যঙ্কের ঐ শাখায় জমিয়েছিলাম। কিন্ত গত এপ্রিল মাসের ১২ -১৪ তারিখের মধ্যে দফায় দফায় এটিএম থেকে ৬৭০০০ টাকা তুলে নেওয়া হয়। আমার মোবাইলে ম্যসেজ ও আসে।পরে ব্যাঙ্ক এস্টেটমেন্ট থেকে জানতে পারি টাকা গুলি পলসন্ডা সল্টলেক সহ বিভিন্ন জায়গা থেকে তুলে নওয়া হয়েছে। তখন ব্যাঙ্কে লিখিত ভাবে জানায়, থানাতেও অভিযোগ করি। কিন্তু এত দিন হয়ে গেলেও আমার টাকা ফেরত পায়নি। এদিকে ঝড়ে বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ঠিক করতে হবে। ফলে খুবই সমস্যায় পড়েছি। 

সুনীল বাবুর আইনজীবী সন্টু মিঞা জানান, আজ আমরা থানায় ফের অভিযোগ দায়ের করেছি। ব্যঙ্ক বা পুলিস কোন কাজ না করলে আমরা আই টি সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/7mPZ3QqPHfo